ফালাকাটায় এবার বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ করবে মহিলা ভোট কর্মীরা

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই,  ফালাকাটা, ২১শে মার্চ, ২০২১: বিশেষভাবে সক্ষম ও ৮০ বছরের উর্ধে ভোটাররা এবার বাড়িতে বসেই ভোট দেবেন। এর জন্য রবিবার ফালাকাটা কমিউনিটি হলে প্রশিক্ষণ দেওয়া হলো মহিলা ভোট কর্মীদের। কারণ তারাই এদের ভোট গ্রহণ পক্রিয়া করাবেন। আগামী ২রা এপ্রিল থেকে শুরু হবে তাদের ভোট গ্রহণ পর্ব। এবছর বিশেষভাবে সক্ষম ও ৮০ বছরের উর্ধে ভোটাররা যারা বাড়িতে বসেই ভোট দেবেন তাদের সংখ্য ব্লকে ৬১৯ জন। এদের জন্য ২৯টি দল গঠন করা হয়েছে। প্রতিটি দলে থাকবে একজন করে মাইক্রো অবজারভার, দুজন করে পোলিং অফিসার, একজন ভিডিও ফটোগ্রাফার, চার জন আধা সামরিক কেন্দ্রীয় বাহিনী (সিএপিএফ), এবং রাজ্য পুলিশের দুই থেকে চারজন কর্মী। এদের জন্য ডিসিআরসি সেন্টার করা হয়েছে ফালাকাটা বিডিও অফিসে। এই দল গুলি বাড়ি বাড়ি গিয়ে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ পক্রিয়া সম্পন্ন করাবেন বলে জানান আলিপুরদুয়ারের অতিরিক্ত জেলা শাসক শ্রী ইন্দ্রজিৎ তালুকদার। তিনি আরো জানান, এবছর নির্বাচন কমিশন মহিলা ভোট গ্রহণ কেন্দ্র করেছে। সেগুলো পরিচালনা করবেন মহিলারাই। ফালাকাটা ব্লকে মোট ৫২টি মহিলা ভোট গ্রহণ কেন্দ্র করা হয়েছে। সবগুলোই শহরের মধ্যে রাখার চেষ্টা করা হয়েছে। মহিলা বুথে নিরাপত্তা রক্ষীও থাকবে মহিলা। মহিলাদের ভোট কর্মীদের জন্য আধুনিক শৌচালয় ও সব ধরনের সুব্যাবস্থা থাকবে। ফালাকাটা ব্লকে ৬ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে এবছর। নির্বাচন কমিশন সুষ্ঠ নিবাচন করার জন্য প্রস্তুত।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!