দশমীতে ফালাকাটায় ড্রেনে উদ্ধার যুবকের মৃতদেহ
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২১শে অক্টোবর, ২০১৮: ড্রেনের মধ্যে এক যুবকের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়াল ফালাকাটায়। শনিবার ফালাকাটার হাটখোলা এলাকায় অস্বাভাবিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, মৃত যুবকের নাম রাম প্রসাদ সূত্রধর (৩০)। এদিন সকালে ফালাকাটা হাটখোলা দুধবাজার সংলগ্ন একটি কালভাটের পাশে নিকাশিনালায় স্থানীয়রা ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ফালাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। ওই যুবকের দাদা নব সূত্রধর পুলিশকে জানিয়েছেন, শুক্রবার দশমীর রাত থেকে তাঁর ভাইয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ফালাকাটা থানার আইসি সৌম্যজিৎ রায় জানিয়েছেন, ‘মৃত যুবকের দেহে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। প্রাথমিকভাবে অনুমান, মদ্যপ অবস্থায় পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’ ঘটনার তদন্ত চলছে।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)