পানু দত্ত মজুমদার জন্মশতবর্ষ ক্রিকেট চ্যাম্পিয়ন হল অগ্রগামী
প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২১শে মার্চ, ২০২১: পানু দত্ত মজুমদার জন্মশতবর্ষ উপলক্ষে ইন্টার কোচিং ক্যাম্প অনুর্ধ ১৫ এর খেলায় আজ ফাইনাল এ পরস্পর প্রতিদন্দ্বিতা করে বাঘাযতীন ক্রিকেট কোচিং ক্যাম্প এবং অগ্রগামী ক্রিকেট কোচিং সেন্টার। প্রথমে টসে জিতে বাঘাযতীন ক্রিকেট কোচিং ক্যাম্প ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তবে ঐতিহ্যবাহী এই ক্রিকেট কোচিং সেন্টার তার নাম অনুযায়ী রান করতে পারেনি। মাত্র ১৯.৫ ওভারে ৮৩ রান করে সব ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে যায়। বাঘাযতীন ক্রিকেট কোচিং ক্যাম্পের হয়ে সাগ্নিক দত্ত মজুমদার ১৭, এবং অমন কুমার সিংহের ১৮ রানই উল্লেখযোগ্য। অগ্রগামীর হয়ে শুভঙ্কর পুরকায়েস্থ ৩টি এবং নির্মলা সাহা ২টি করে উইকেট নেয়। জবাবে ব্যাট করতে নেমে ক্রিকেট কোচিং সেন্টার ১০ ওভারেই কোনো উইকসেট না হারিয়ে জয়ের জন্য রান সংখ্যা তুলে নেয়। ক্রিকেট কোচিং সেন্টারের হয়ে নির্মল সাহা ৪৩ এবং তদব্রত গুহা ২৪ রান করে। ফাইনাল এ ম্যান অফ টি ম্যাচ নির্বাচিত হয় নির্মল সাহা।
ছবি: প্রনব দাস (টি.এন.আই)