বামফ্রন্টের আলিপুরদুয়ার জেলা যুব সমাবেশ অনুষ্ঠিত হলো ফালাকাটায়
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ২৪শে ফেব্রুয়ারি ২০১৮: গণতান্ত্রিক যুব ফেডারেশন (ডি.ওয়াই.এফ.আই) এর ৫০ বছর উপলক্ষে আলিপুরদুয়ার জেলা যুব সমাবেশ অনুষ্ঠিত হলো ফালাকাটার বেসিক স্কুল ময়দানে। এই সমাবেশে উপস্তিত ছিলেন ডি.ওয়াই.এফ.আই এর প্রাক্তন রাজ্য সম্পাদক শ্রী রবিন দেব, সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভয় মুখার্জী, রাজ্য সম্পাদক জামির মোল্লা, রাজ্য সভাপতি সায়নদীপ মিত্র, প্রাক্তন মন্ত্রী শ্রী যোগেশ বর্মণ, বামফ্রন্টের আলিপুরদুয়ার জেলা সম্পাদক শ্রী মৃণাল রায় প্রমুখ। এই সভার সভাপতিত্ব করেন ডি.ওয়াই.এফ.আই এর আলিপুরদুয়ার জেলা সভাপতি শ্রী মাধব সাহা। মঞ্চে সকল বক্তাই কেন্দ্রীয় সরকার ও বিজেপির সমালোচনাই করে গেলেন মাঝে মধ্যে রাজ্য সরকার ও তৃণমূলের প্রসঙ্গ টেনে আনেন। এই সভায় মূলত ফালাকাটাকে মহকুমা করার দাবি উঠে আসে। আজকের যুব সমাজ বঞ্চিত লাঞ্ছিত সে বিষয়গুলি উল্ল্যেখ করেন বক্তারা। মূলত আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই এই সভা বলে মনে করছেন রাজনৈতিক মহল। বক্তারা যুব সমাজকে এগিয়ে এসে মানুষের সঙ্গে থেকে কাজ করার ডাক দেন তাঁর সাথে রাজ্য, কেন্দ্র, বিজেপি ও তৃণমূলের সমালোচনা করেন।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)