ফালাকাটার এঁটেলবাড়ি এলাকা থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ ৬ গ্রেপ্তার
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ২৪শে ফেব্রুয়ারি ২০১৮: গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার মধ্যরাত আনুমানিক ১২.৪৫শের দিকে ফালাকাটার এঁটেলবাড়ি এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ ছয় জনকে আটক করল ফালাকাটা থানার পুলিশ। ধৃত এই ছয় জন হলেন সঞ্জীব মিঞ্জ (৩৩), প্রকাশ ওরাও (৩৪), শাহাজাহান আলী (২৮), বাসুদেব রায় (৫৫), অজয় প্রধান (২৪) এবং বিকাশ লাকরা (৩২)।
এদের সকলের বাড়ি ফালাকাটা, বীরপারা, ধুপগুড়ীর আশেপাশে। এদের কাছ থেকে অনেক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে যার মধ্যে একটি ইমিটেশন সিক্সার গান ও রয়েছে। তাছাড়া আরও যা পাওয়া গিয়েছে সেগুলো হল একটি টর্চ, দুটি তোরয়ার, একটি লোহার রোড, দুটি গুলি চারটি মোবইল ফোন। ফালাকাটা থানার আইসি শ্রী বিনোদ গজমের বলেন, এদের সকলকে শনিবার সকালে আলিপুরদুয়ার আদালতে তোলা হবে। এরা কিসের জন্য এই সব হাতিয়ার এনেছে সেগুলি তদন্ত করা হচ্ছে।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)