পঞ্চায়েত নির্বাচনের আগে মেখলীগঞ্জে তৃনমূলের জরুরি সভা
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ ২৫শে ফেব্রুয়ারি ২০১৮: সামনে পঞ্চায়েত নির্বাচন, একাধিক সভা ও পথসভা অনুষ্ঠিত হচ্ছে মেখলিগঞ্জে৷ গতকাল মেখলীগঞ্জ ব্লকের আট গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব প্রাপ্ত মহিলাদের নিয়ে মেখলিগঞ্জ ব্লক মহিলা তৃনমুল কংগ্রেস দলের এক আলোচনা সভা হয় এন.এন মেমোরিয়াল হলে। এই আলোচনার আহ্বায়ক শ্রীমতী ফুলতি রায় জানান আগামী পঞ্চায়েত নির্বচন কে সামনে রেখে মহিলা সংগঠন কে মজবুত করতে হবে, উপস্থিত ছিলেন আঞ্জু বেগম, শিক্ষক সংগঠন এর পক্ষে শ্রী অজিত কুমার সাহা, শ্রী তপন মিত্র (শিলু) প্রাক্তন মেখলিগঞ্জ ব্লক সভাপতি শ্রীমতী রেবা রায়, মোঃ ইস্মাইল প্রমুখ। মেখলীগঞ্জ ব্লক সভা নেত্রী তথা মেখলিগঞ্জ ব্লক কোর কমিটির সদস্যা শ্রীমতী ফুলতি রায় জানান, আমরা জেলা নেত্রী তথা মা মাটি মানুসের নেত্রী মমতা ব্যানার্জীর আদর্শে সাংগঠনিক কাজ চালিয়ে যাব। আগামী পঞ্চায়েত নির্বাচন কে সামনে রেখে প্রত্যেকটি গ্রাম শহর এর দৌরগড়ায় গিয়ে পশ্চিম বঙ্গ সরকারের তথা মা মাটি মানুসের নেত্রী মমতা ব্যানার্জীর উন্নমন এর বার্তা গুলি যেমন, কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ-সাথী, আনন্দধারা। এই ছাড়াও মেখলীগঞ্জের দীর্ঘ দিনের সমস্যা হলদিবার ও মেখলিগঞ্জ এর যোগাযোগ ব্যাবস্থা তথা জয়ী সেতুর কাজ যে ভাবে চলছে সেগুলি মানুসের কাছে তুলে ধরলেই যথেষ্ট এবং পঞ্চায়েত নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে কোন অসুবিধা হবে না।অন্যদিকে, আজ মেখলিগঞ্জের চৌরঙ্গীতে শ্রী উদয় রায়ের নেতৃত্বে মহিলা তৃণমূল কর্মীদের নিয়ে একটি আলোচনা সভার অনুষ্টিত হর৷ তৃণমূল কংগ্রেস যুগ্ম ব্লক কনভেনর শ্রী উদয় রায় জানান – “আগামী ২৭ শে ফেব্রুয়ারি কোচবিহার জেলায় সুব্রত বক্সির জনসভা যাতে মেখলিগঞ্জ ব্লক থেকে ব্যাপক ভাবে মহিলারা যেতে পারে তার জন্যে জোড় দিতে হবে”।
ছবিঃ স্বপণ রায় বীর (টী.এন.আই)