ইসলামপুরে আসামী কোর্ট লক-আপ থেকে পালালো
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ২৯শে জানুয়ারি ২০১৮: সোমবার ইসলামপুর আদালতের কোর্ট লক আপের দপ্তর থেকে আসামী পালিয়ে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইসলামপুর আদালতের কোর্ট লক আপ সুত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের ডালখোলা থানার ৭টি আসামীকে নিয়ে দুই সিভিক ভলান্টিয়ার সহ এক এনভিএফ ইসলামপুর আদালতে দুপুর দেড়টা নাগাদ পৌছায়। ইসলামপুর কোর্ট লক আপ দপ্তরের আধিকারিক আসামী নিতে অরাজী হয়। আসামীরা দপ্তরের সামনে থাকা অবস্থাতেই ডালখোলা থানার পুলিশ কর্মী আসামী নেওয়ার বিষয়ে কথাবার্তা চলার মাঝেই সুযোগ পেয়ে ডালখোলার বাসিন্দা ইউসুফ আলি পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে ডালখোলা থানার দুই সিভিক ভলান্টিয়ারকে নিয়ে তল্লাশী অভিযান শুরু করেছে। ফেরার আসামী সম্ভবত ডাকাতি ও অস্ত্র আইনে ধৃত। তবে আসামী পালানোর বিষয়ে উচ্চ পদস্থ পুলিশের আধিকারিকরা মুখে কুলুপ এটেছে। প্রশ্ন উঠছে, সাত জন আসামী দিয়ে কি হিসাবে এই তিনজন পুলিশ কর্মীকে দিয়ে এতটা দুর ইসলামপুর আদালতে পাঠানো হলো।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)