ফালাকাটায় ‘অবনি পাঠ ভবনের’ পথ চলা শুরু হল আজ থেকে

অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ২৯শে জানুয়ারি ২০১৮: তরাই ডুয়ার্সের সবুজে সবুজে অনাবিল সৌন্দর্যের নিকট আঙ্গিনায় মূজ্নাই নদী কলতানে নিবিড় মোহমই জনপদে শিক্ষার আলোকবর্তিকা প্রসারের লক্ষে ফালাকাটার সুভাষ পল্লীর ব্যাঙ্ক রোডে প্রতিষ্ঠিত হল “অবনী পাঠ ভবন”। আজ ২৯শে জানুয়ারি ২০১৮ সোমবার এর সুভারম্ভ হল উত্তরবঙ্গের বিশিষ্ট কবি সাহিত্যিক ও শিক্ষানুরাগীদের উপস্থিতিতে।

ফিতা কেটে “অবনী পাঠ ভবন” বিদ্যালয়ের দার উদঘাটন করেন বিশিষ্ট শিক্ষানুরাগী শ্রীমতি পারুল মৈত্র, প্রদীপ প্রজ্জলন করে বিদ্যালয়ের সুভারম্ভ করেন বিশিষ্ট কবি শ্রী নারায়ণ দত্ত সঙ্গে ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী শ্রী সুব্রত চক্রবর্ত্তী। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন অবনী পাঠ ভবনের প্রধান শিক্ষিকা সঞ্চিতা ব্যানার্জি, আবৃতি পাঠকরে শোনায় খুদে শিল্পী অরিষ মৈত্র, বিদ্যালয়ের প্রাথনা সঙ্গীত ও সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করেন বিশিষ বেতার শিল্পী শ্রীমতি লিপিকা মৈত্র, বিদ্যালয়ের ডিজিটাল ক্লাস রুমের উদ্বোধন করেন বিদ্যালয়েরই সহকারী শিক্ষিকা শ্রীমতি বেবি দাশগুপ্ত এছাড়াও উপস্তিত ছিলেন নবগঠিত বিদ্যালয়ের ছাত্র ছাত্রী অবিভাবক অবিভাবিকা সহ এলাকার বিশিষ্ট জনেরা।

ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!