মাতৃদুগ্ধ পান কক্ষর দ্বারোদঘাটন হল বানারহাট ১ নং গ্রাম পঞ্চায়েত অফিসে
অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ৩রা অগাস্ট, ২০২১: বানারহাট ১ নং গ্রাম পঞ্চায়েত অফিসে সোমবার শিশুদের মাতৃদুগ্ধ পান করানোর জন্য একটি বিশেষ কক্ষ এর দ্বারোদঘাটন। এদিন ‘চাইল্ড ইন নিড ইনস্টিটিউট’ (সিনি) এর উদ্যোগে এবং গ্রাম পঞ্চায়েত, ব্লক প্রশাসন এবং আইসিডিএস এর সহযোগিতায় ভবনটি উদ্বোধন করা হয়। ‘সিনি’ এর উত্তরবঙ্গ ইউনিটের কো-অর্ডিনেটর রতন লামা বলেন মাতৃদুগ্ধের কোন বিকল্প নেই। গ্রাম পঞ্চায়েত দপ্তরের সারাবছর অনেক মায়েরা আসেন। কিন্তু বিশেষ কোনো কর্নার বা কক্ষ না থাকায় মায়েরা শিশুদের মাতৃদুগ্ধ পান করাতে সমস্যায় পড়েন । এই কথা মাথায় রেখেই বিশেষ ঘর উদ্বোধন করা হল। এদিনের অনুষ্ঠানে বানারহাট ব্লকের জয়েন্ট বিডিও সোমনাথ বিশ্বাস, বানারহাট ১ নং গ্রাম পঞ্চায়েত এর প্রধান ভাগ্যশ্রী ওরাও তিগ্গা, উপপ্রধান তবারক আলী, ‘সিনি’ এর পক্ষ থেকে সৌম্য বসু, মৌসুমী দাস, হালিমা খাতুন সহ অনেকে উপস্থিত ছিলেন।
ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)