এবার ময়নাগুরিতেও বিজেপি প্রার্থীদের ওপর তৃনমূলি হামলার অভিযোগ
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুরি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ১৯ই এপ্রিল, ২০১৮: গতকাল রাত্রে ময়নাগুরি ব্লকের হাসপাতাল পাড়া স্থিত বিজেপি দলীয় কার্যালয়ের সামনে দলীয় পতাকা ছিড়ে ফেলা ও বিজেপি কর্মী তথা আসন্ন পঞ্চায়েত বিজেপি প্রার্থী শ্রীমতী তানিয়া বর্ধন (দে) ১৬/১৫০, ১৫১ এবং অপর বিজেপি প্রার্থী শ্রী দীপক সাহা ১৬/১৫২ এর বাড়িতে তৃণমূলের কর্মীরা ভাঙচুর এবং হামলা চালায় বলে অভিযোগ ওঠে। সেই সঙ্গে প্রার্থীদের মনোনয়ন পত্র তুলে নেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এরই পরিপ্রেক্ষিতে আজ ময়নাগুরি থানায় বিজেপির পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়। এ ব্যপারে বিজেপি নেতা শ্রী অনুপ পাল বলেন “এই রকম তৃণমূলী হামলা তারা সহ্য করবেন না। জোর করে ভোট নেওয়া যায় না। সময়ই কথা বলবে”। তিনি আরো বলেন “আজকে থানা ঘেরাও এর কর্মসূচী নেওয়া হয়েছিলো কোন এক কারন বসত সেই কর্মসূচী তুলে নেওয়া হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগামীকাল ময়নাগুরি ট্রাফিক মোড়ে একটি প্রতিবাদী পথসভা করবেন বলে জানান তিনি”। অপর দিকে তৃণমূল ব্লক সভাপতি শ্রী মনোজ রায় বলেন “এই ধরনের কোন ঘটনা ঘটেনি। এই ঘটনা সম্পূর্ণ মিথ্যে। তৃনমূল কংগ্রেস কোন নোংরা রাজনীতিতে বিশ্বাস রাখে না। সময়ে জনগনই এর জবাব দেবে”।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টি.এন.আই)