কুচবিহারে বিজেপি নেত্রীর মেয়ের ওপর তৃনমূলের হামলা, অভিযোগ বিজেপির
মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই কুচবিহার ১৯ই এপ্রিল, ২০১৮: মা বিজেপি নেত্রী, মাকে না পেয়ে মেয়ের ওপর হামলা চালানোর অভিযোগ উঠলো তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। কুচবিহার ১ নং ব্লকের গুড়িয়াহাটি ২ নং গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রজিৎ কলোনির বাসিন্দা বিজেপি নেত্রী শ্রীমতী লক্ষ্মী দাসের অভিযোগ, তিনি গুড়িয়াহাটি ২ নং গ্রাম পঞ্চায়েতের ১৫০ নম্বর বুথের সভাপতি। তার পরিবার বিজেপি সমর্থক হওয়ায়, তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদেরকে নানা ভাবে হুমকি দিয়ে যাচ্ছে। গতকাল রাত ৭:৩০ নাগাদ দুইজন তৃণমূলের কর্মী স্কুটি নিয়ে এসে তার মেয়ের ওপর হামলা চালায়। টেনে তাকে রাস্তায় ফেলে দিলে আহত হন লক্ষী দেবীর মেয়ে শিখা দাস। তাকে কুচবিহার এম.জে.এন হাসপাতালে ভর্তি করা হয়। যদিও তৃণমূল নেতৃত্ব বিজেপি নেত্রীর অভিযোগ মানতে নারাজ।
ছবিঃ মনোজ সরকার (টি.এন.আই)