শীঘ্রই ৪ দেশের মধ্যে বাস পরিষেবা চালুর সম্ভাবনা, উপকৃত হবে শিলিগুড়ি

স্নিগ্ধা সোম (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই শিলিগুড়ি ১৯ই এপ্রিল, ২০১৮: খুব শীঘ্রই ভারত, ভুটান, নেপাল ও বাংলাদেশের মধ্যে নিয়মিত বাস পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে এই পরিষেবা এই চার দেশের দেশবাসী উপভোগ তখনই করতে পারবে যখন বর্তমানে নির্মানাধীন এশিয়ান হাইওয়ের কাজ শেষ হবে। আশা করা যাচ্ছে এই বাস পরিসেবা চালু হলে মাত্র ৪৮ ঘন্টায় সড়কপথে ঢাকা থেকে কাঠমাণ্ডু পৌঁছাবেন ওপর দেশের যাত্রীরা। আজ শিলিগুড়ির মহকুমা শাসক শ্রী সিরাজ দানেশ্বর সাংবাদিকদের জানান – চার দেশ অর্থাৎ ভারত, ভুটান, নেপাল ও বাংলাদেশের মধ্যে ২৮শে এপ্রিল ২০১৮তে একটি পরীক্ষামূলক বাস চলাচল করানো হবে। এর দরুন দুটি লাক্সারি বাস ফুলবাড়ি সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করবে। ভারত হয়ে যাত্রীসহ বাসগুলি পৌঁছাবে নেপালে। আপাতত এই পরীক্ষামূলক বাস চলাচল যাত্রী সংখ্যা ধার্য করা হয়েছে বাংলাদেশের ২৫ জন, ভারতের ১১ জন এবং নেপালের ৬ জন, সব মিলিয়ে ৪২ জন”। মহকুলা শাসক আরও জানান “এই বাস পরিষেবার রুট ঠিক হয়েছে রংপুর থেকে বাংলাবান্ধা হয়ে ফুলবাড়ি সীমান্ত দিয়ে বাসটি ভারতে ঢুকে শিলিগুড়ি ওপর দিয়ে নেপালের দমক হয়ে কাঠমাণ্ডু পর্যন্ত”। ব্যাবসায়ী মহলের ধারণা নির্মীয়মাণ এশিয়ান হাইওয়ের কাজ সম্পন্ন হয়ে চালু হলে নতুন এ.এইচ দিয়ে আন্তর্জাতিক বাস রুট খুবই জনপ্রিয় হওয়ার সম্ভাবনা প্রবল। এর ফলে শিলিগুড়ি বা পার্শ্ববর্তী এলাকায় আন্তর্জাতিক ব্যাবসায়ীক লেনদেন বৃদ্ধি পাবে।

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!