দেশ জুড়ে বেতন বৃদ্ধির দাবীতে ইসলামপুরেও গ্রামীণ ডাক সেবকদের অনশন
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ১৯ই এপ্রিল, ২০১৮: সারাদেশের পাশাপাশি উত্তর দিনাজপুরে বর্ধিত হারে বেতন বৃদ্ধির দাবিতে অনশন অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলো গ্রামীণ ডাক সেবক কর্মীরা। পাশাপাশি কমলেশ চন্দ্র কমিটির পে কমিশন সুপারিশ কার্যকরের দাবীতেও সরব হয়েছে অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়ন। জানা গিয়েছে, বৃহস্পতিবার ইসলামপুর ডাকঘরের গেটে অনশন অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় কানকি, গোয়ালপোখর, পাঁজিপাড়া, রামগঞ্জ ও ইসলামপুর সহ পাঁচটি জোনের প্রায় দুই শতাধিক গ্রামীন ডাক সেবক কর্মীরা। এছাড়া গত দুদিনের মঙ্গলবার বালুরঘাট ও বুধবার রায়গঞ্জ ডাকঘরের সামনে অনশন অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। এদিন ইসলামপুরে অনশন অবস্থান মঞ্চে উপস্থিত ছিলেন দিনাজপুর ডিভিশনের গ্ৰউপ সি এর সম্পাদক অর্ঘ্য রায় গুপ্তা সহ বহু জেলা নেতৃত্ব। মূলতঃ ২০০৬ সালের পে কমিশনের হিসাবে বেতনের পরিবর্তে ২০১৬ সালের বর্ধিত হারে বেতনের দাবিতে সরব হয়েছে গ্রামীন ডাক সেবক (জিডিএস) দের পাশাপাশি অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়নের দিনাজপুর ডিভিশন। অবিলম্বে দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য থাকবে বলে হুমকি দিয়েছে অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়নের দিনাজপুর ডিভিশন।
ছবিঃ দীপঙ্কর দে (টি.এন.আই)