মিলনপল্লীর আন্তঃ রাজ্য নক আউট ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন প্রশিকা নেতাজিপল্লী

দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, ইসলামপুর ২রা সেপ্টেম্বর, ২০১৮: মিলনপল্লী ইলেভেন স্টারের পরিচালনায় পঞ্চম বর্ষ নিবারণ চন্দ্র মন্ডল স্মৃতি চ্যাম্পিয়ন ও সোম মার্ডি স্মৃতি রানার্স আন্তঃ রাজ্য নক আউট ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের ফাইনালে টি এন চৌধুরী জগতগাঁওকে হারিয়ে চ্যাম্পিয়ন প্রশিকা নেতাজিপল্লী। রবিবার ইসলামপুর আদিবাসী ফুটবল গ্রাউন্ডে টুর্নামেন্টের ফাইনালে প্রশিকার সামনে তেমন কোনও আক্রমন গড়ে তুলতে পারেনি টি এন চৌধুরী জগতগাঁও। প্রথমার্ধে যদিও কিছু আক্রমন গড়ে তুলেছিল টি এন চৌধুরী তবে তা স্কোর গড়ার ক্ষেত্রে যথেষ্ট ছিল না। প্রথমার্ধের ১২ মিনিটের মাথায় প্রশিকার রোনিত রায় গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে দেয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের প্রশিকার ইন্দ্র ছেত্রী গোল করে দলকে ২-০ এর ব্যবধানে পৌঁছে দেয়। এরপর দ্বিতীয়ার্ধের ১৯ মিনিটের মাথায় ফের ইন্দ্র ছেত্রী গোল করে ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে দেয় প্রশিকাকে। দ্বিতীর্ধের ২৬ মিনিটের মাথায় একটি পেনাল্টির সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয় টি এন চৌধুরী। খেলার শেষের দিকে বিশাল ছেত্রীর গোলে ৪-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে প্রশিকা। এদিনের ফাইনালে রানার্স আপ দল টি এন চৌধুরী জগতগাঁও দলের হাতে নগদ ৩০ হাজার টাকা ও সোম মার্ডি স্মৃতি ট্রফি তুলে দেওয়া হয়। এছাড়া চ্যাম্পিয়ন প্রশিকা দলের হাতে ৫০ হাজার টাকা নগদ ও নিবারণচন্দ্র স্মৃতি ট্রফি তুলে দেন ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল। এদিনের ফাইনালে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সংসদ মহম্মদ সেলিম উপস্থিত ছিলেন।

ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!