ফালাকাটায় অনুষ্ঠিত হল উন্নত মানের ‘কাতা’ ও ‘কূমিত’ ওপেন ক্যারাটে প্রতিযোগিতা

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ৯ই ডিসেম্বর, ২০১৮: জেকেএস সোটোকান রিও ডু এসোসিয়েশন নর্থবেঙ্গল এবং ফালাকাটা ক্যারাটে এসোসিয়েশন এর উদ্যোগে রবিবার এক আমন্ত্রণমূলক চতুর্থ বর্ষ সারা বাংলা ওপেন ক্যারাটে প্রতিযোগিতা – ২০১৮ অনুষ্ঠিত হলো ফালাকাটা টাউন ক্লাব ময়দানে। এর শুভ সূচনা করেন ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী অনিল অধিকারী, উপস্তিত ছিলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী সুরেশ লালা, ফালাকাটা থানার আইসি শ্রী সৌম্যজিত রায়, আলিপুরদুয়ার জেলা পরিষদের কর্মাদক্ষ শ্রী সন্তোষ বর্মণ প্রমুখ। এই খেলায় ৪৯৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। বিভিন্ন বিভাগে প্রতিযোগীরা কাতা ও কূমিত এই দুটি খেলায় অংশগ্রহণ করে। মুখ্য প্রশিক্ষক সেনসি শ্রী দেবাশীষ সিনহা বলেন, এখনো পর্যন্ত এই অঞ্চলে এধরনের উন্নত মানের কম্পিটিশন ফালাকাটাতেই হচ্ছে। এর ফলে শিক্ষার্থীদের মনোবল ও মনঃসংযোগ বৃদ্ধি পাবে। আত্মরক্ষার কৌশল শিখতে ও জানতে পারবে। ক্যারাটে এক প্রকার কৌশল যার মাধ্যমে শিক্ষার্থীর নিজের প্রতি মনোবল বাড়ার সাথে সাথে মনোবিকাশ ঘটবে। ভালোভাবে অভ্যাস করে রপ্ত করতে পারলে কর্মসংস্থানের মাধ্যমে নিজের পায়ে দাড়াতে পারবে। এখন রাজ্য সরকার এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা বুঝতে পেরে আমাদের জেলার স্কুল গুলিতে কন্যাশ্রী দের জন্য ক্যারাটে প্রশিক্ষণের ব্যাবস্থা করেছেন।

ছবি ও ভিডিও: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!