জয়গাঁয় ব্রাউনসুগার এবং পাচারকারী কে ধরল পুলিশ
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, জয়ঁগা, ৬ই জুন, ২০২১: রবিবার আলিপুরদুয়ার জেলার জয়ঁগা থেকে ৮০ গ্ৰাম ব্রাউনসুগার সহ একজন ব্রাউনসুগার পাচারকারীকে গ্ৰেপ্তার করল পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা। ধৃতকে রবিবার জলপাইগুড়ি কোর্টে তোলা হচ্ছে এবং রিমান্ডে নেওয়া হবে বলে জানায় পুলিশ। জয়ঁগা থানার ওসি অভিষেক ভট্টাচার্য জানান, ভুটানে পাচারের উদ্দেশ্যে অসম রাজ্য থেকে আনা হয়েছিল ব্রাউন সুগার। ধৃত ব্যাক্তির সাথে অরো অনেকে যুক্ত আছে বলে জানান ওসি অভিষেক ভট্টাচার্য। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)
Facebook Comments