ফালাকাটায় ভবঘুরেদের কে শুশ্রূষা করল জটেশ্বর করোনা প্রতিরোধ বাহিনী
প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ৬ই জুন, ২০২১: এলাকায় প্রতিনিয়ত করোনা আক্রান্ত পরিবার সহ দুঃস্থ অসহায় ভবঘুরে মানুষদের খাদ্য সামগ্রী প্রদান করে চলেছেন ফালাকাটার জটেশ্বর করোনা প্রতিরোধ বাহিনীর সদস্যরা। এবার খাদ্য সামগ্রী প্রদানের পাশাপাশি এলাকার ভবঘুরেদের চুল দাড়ি কাটিয়ে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে তাকে নিজের পুরনো রূপে ফিরিয়ে দিতে দেখা গেলো তাদের। দীর্ঘদিন ধরে এই ভবঘুরেরা একমাথা চুল, গাল ভর্তি দাড়ি, ছেরা জামা কাপড় গায়ে এলাকায় ঘুরে ঘুরে জীবন যাপন করতো। এদের এই পরিস্থিতি দেখে জটেশ্বর করোনা প্রতিরোধ বাহিনীর সদস্যরা এগিয়ে আসে রবিবার।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)
Facebook Comments