‘ভোরের আলো’ তে বিনিয়োগ টানতে শিলিগুড়িতে ‘ইনভেস্টর মিট’

আর. সুব্রত (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৩রা নভেম্বর, ২০১৮: আজ শিলিগুড়ির মন্টানা ভিস্টায় শিল্পপতিদের ডেকে ‘ইনভেস্টর মিট’ শীর্ষক আলোচনা সভা আয়োজন করে রাজ্য পর্যটন দপ্তর। উদ্দেশ্য ছিল গজলডোবায় বিনিয়োগ টানা। ইতিমধ্যেই কয়েকশো কোটি টাকা খরচ করে পরিকাঠামো প্রস্তুত করেছে রাজ্য সরকার। এই ইনভেস্টর মিট এ উপস্থিত ছিলেন শিলিগুড়ির কমল মিত্তল সহ বেশ কিছু শিল্পপতি এবং সি.আই.আই। এছারাও ছিলেন রাজ্য পর্যটন মন্ত্রী শ্রী গৌতম দেব মহাশয়। এই আলোচনা সভায় রাজ্য সরকারের পরিকল্পনা এবং বিনিয়োগ আকৃষ্ট করবার যাবতীয় পদক্ষেপের কথা তুলে ধরেন পর্যটন দপ্তর এবং পর্যটন মন্ত্রী নিজেই। উল্লেখ্য বেশ কয়েকবার টেন্ডার ডেকেও বিনিয়োগ আনতে পারেনি রাজ্য সরকার। পর্যটন মন্ত্রী টি.এন.আই কে জানান যে এই ধরনের আরও ইনভেস্টর মিট করার পরিকল্পনা আছে কলকাতায় এবং দিল্লীতে। আজকের এই ইনভেস্টর মিটে মৌখিক আগ্রহ প্রকাশ করেছেন অনেক বিনিয়োগকারী কিন্তু কেউ কোন নির্দিষ্ট প্রস্তাব দেননি। পাশাপাশি আজ বিনিয়োগকারীদের ঘুরিয়ে দেখানো হয় প্রকল্পও। এবার দেখার বিষয় এটাই কত তাড়াতাড়ি এই প্রকল্প বিনিয়োগ টান্তে সক্ষম হয়।

সংবাদচিত্র

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!