বানারহাটে অবিলম্বে করোনার টেস্ট চালু করার দাবীতে ডি.ওয়াই.এফ.আই
অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ২৭শে এপ্রিল, ২০২১: বানারহাটে করোনা চিহ্নিতকরণ এর জন্য বর্তমানে কোনও ব্যবস্থা নেই। বানারহাট, বিন্নাগুড়ি, চামুর্চী, গয়েরকাটা, দুরামারী, নাথুয়া সহ ২২টি চা বাগানে বসবাসকারী প্রায় আড়াই লক্ষ মানুষকে টেস্ট করানোর জন্য মালবাজার কিম্বা ধূপগুড়ি ছুটতে হচ্ছে। এর ফলে তাদের হয়রানীর পাশাপাশি আক্রান্তদের থেকে যাতাযাতের পথে অন্যান্যদের সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকছে। এরই পাশাপাশি এই এলাকায় অস্বাভাবিক ভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, মজুতদার ও কালোবাজারিদের দাপটেই এই মূল্যবৃদ্ধি বলে আশঙ্কা করা যায়। এই দুই সমস্যার সুরাহার দাবীতে মঙ্গলবার ডি.ওয়াই.এফ.আই এর পক্ষ থেকে ধূপগুড়ির বিডিও এবং বানারহাট থানার আই.সি’কে স্মারকলিপি প্রদান করা হল।
ডি.ওয়াই.এফ.আই এর বানারহাট আঞ্চলিক কমিটির সম্পাদক অর্ধেন্দু রাহা বলেন বানারহাট হাসপাতালে অবিলম্বে করোনার টেস্ট চালু করা এবং কালোবাজারিদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবীতে এদিন তারা স্মারকলিপি প্রদান করেন।
ছবি: সংবাদচিত্র