করোনাকালে বানারহাট স্যানিটাইজ করার উদ্যোগ নিল লক্ষ্মীপাড়া চা বাগান
অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ২৭শে এপ্রিল, ২০২১: লক্ষ্মীপাড়া চা বাগানের উদ্যোগে মঙ্গলবার সকালে বানারহাটের সাপ্তাহিক হাটের এলাকা, বাজার, বিভিন্ন অফিস, হাসপাতাল ও থানায় জীবানুমুক্তকরণ কর্মসূচী নেওয়া হল। চা বাগানে কীটনাশক প্রয়োগের কাজে ব্যবহৃত ট্রাক্টর চালিত যন্ত্র দিয়ে চা বাগানের কর্মীরা সম্পূর্ণ স্বাস্থ্যবিধি বজায় রেখে জীবানুনাশক স্প্রে করেন। চা বাগানের শ্রমিক কল্যাণ আধিকারিক সুদীপ্ত কুমার দাস বলেন বাগানের শ্রমিকেরা বানারহাটের উপর নির্ভরশীল। দৈনিক কেনাকাটা করা সহ নানান প্রয়োজনে বানারহাটের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে তাদের প্রতিদিন আসতে হয়। চা বাগানে নিয়মিত জীবানুনাশক প্রয়োগ করা হলেও, বানারহাটে স্যানিটাইজেশান নিয়মিত না হলে করোনার বিরুদ্ধে এই লড়াই অসম্পূর্ণ থাকে। তাই বানারহাটবাসী এবং চা বাগানের শ্রমিকদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে এদিন বানারহাট বাজারে এই কর্মসূচী নেওয়া হয়েছে। তিনি বলেন তাদের অন্য কোনও এলাকা থেকে অনুরোধ করলেও তারা সেখানে গিয়েও জীবানুমুক্তকরণ কর্মসূচী নেবেন।
ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)