ঐতিহ্যবাহী জি.টি.এস’র বিরুদ্ধে মুখ থুবরে পড়ল শিলিগুড়ি স্পোর্টিং ইউনিয়ন
প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৭ই মার্চ, ২০১৯: শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পর্ষদ পরিচালিত ২০১৮-১৯’র সুপার ডিভিশন ম্যাচে আজ চাঁদমুনি ক্রিকেট গ্রাউন্ডে পরস্পর মুখোমুখি হয়েছিল শিলিগুড়ি জি.টি.এস এবং শিলিগুড়ি স্পোর্টিং ইউনিয়ন। প্রথমে টসে জিতে শিলিগুড়ি জি.টি.এস ব্যাট করে ৩৮.১ ওভারে সব উইকেটের বিনিময়ে ১৪০ রান করে। শিলিগুড়ি জি.টি.এস’র হয়ে ভাল রান করে ফর্মে থাকা সাগ্নিক সাহা (৩২) এবং সোহন দে (২২)। শিলিগুড়ি স্পোর্টিং ইউনিয়ন’র হয়ে নিজের প্রতাপ দেখায় সূর্যপ্রতাপ ভৌমিক। সে একাই ৪টি করে উইকেট দখল করে। সঙ্গ দেয় সোনু রাউত (২টি উইকেট) এবং বিকাশ গুপ্তা (২টি উইকেট)। জবাবে ব্যাট করতে নেমে শিলিগুড়ি স্পোর্টিং ইউনিয়ন মাত্র ২৯ ওভারেই ১০৩ রানে অলআউট হয়ে যায়। শিলিগুড়ি স্পোর্টিং ইউনিয়ন’র সাম্যজিৎ বোস (২৪) ছারা কেউ তেমন রান পায়নি। শিলিগুড়ি জি.টি.এস’র হয়ে ৩টি উইকেট দখল করে অর্কদ্বীপ রাই এবং ২টি উইকেট দখল করে ভিক্কি ঘোষ। এক পেষে ম্যাচে শিলিগুড়ি জি.টি.এস ৩৭ রানে জয় লাভ করে।
ছবি: প্রনব দাস (টি.এন.আই)