বানারহাটে নির্বাচনী প্রচারে হঠাৎ অসুস্থ হয়ে গেলেন সাংসদ জন বার্লা
অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ৭ই মার্চ, ২০২১: নির্বাচনী প্রচারে বেড়িয়ে অসুস্থ সাংসদ জন বার্লা। বুধবার বানারহাটে বিজেপির পক্ষ থেকে জনসংযোগ কর্মসূচী ও নির্বাচনী প্রচারের আয়োজন করা হয়েছিল। এই কর্মসূচী চলাকালীন সাংসদ জন বার্লা অসুস্থ বোধ করেন। মাথা ঘোরা, কথা বলতে অসুবিধা, শারীরিক অস্বস্তি সহ বেশ কিছু সমস্যার কারনে তিনি বানারহাটের সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য আসেন।
বিজেপির পক্ষ থেকে বানারহাটে আয়োজিত নির্বাচনী প্রচারের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জুয়াল ওরাম, এস.টি মোর্চার জাতীয় সভাপতি সমীর ওঁরাও, ঝাড়খণ্ড রাজ্য এস.টি মোর্চা সভাপতি শিবশঙ্কর ওরাও, রাজ্য এস.টি মোর্চার সভাপতি তথা উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, আলিপুরদুয়ার এর সাংসদ জন বার্লা, নাগরাকাটা বিধানসভার প্রার্থী পুনা ভেঙ্গরা, ধূপগুড়ি বিধানসভার প্রার্থী বিষ্ণুপদ রায়। এদিন বানারহাট চামুর্চীমোড়ে প্রথমে একটি ছোট অনুষ্ঠানের পর চামুর্চীর উদ্দেশ্যে রথযাত্রা শুরু হয়। চামুর্চীতে অনুষ্ঠান চলাকালীন সাংসদ জন বার্লা অসুস্থ বোধ করেন। অন্যান্য নেতৃত্ব চামুর্চীর কর্মসূচী শেষে নাগরাকাটার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেও জন বার্লা বানারহাটে ফিরে আসেন। শারীরিক অস্বস্তি না কমায় দলীয় কর্মীরা তাকে বানারহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার স্বাস্থ্যপরীক্ষা করেন।
বানারহাট স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডাঃ চঞ্চল রক্ষিত বলেন সাংসদ অসুস্থ বোধ করায় হাসপাতালে এসেছিলেন। তার রক্তচাপ অনেকটা বেশি রয়েছে। তাকে কিছু ওষুধ দেওয়ার পাশাপাশি ই.সি.জি, ঘাড়ের এক্স-রে ও কয়েকটি রক্তপরীক্ষা করিয়ে রিপোর্ট নিয়ে আসতে বলা হয়েছে। রিপোর্ট দেখেই পরবর্তী চিকিৎসা করা হবে। ডাঃ রক্ষিত বলেন আপাতত আশঙ্কাজনক কিছু না হলেও তাকে বিশ্রামে থাকা ও নিয়মিত ওষুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)