শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের কৃতি ও দুঃস্থ পড়ুয়াদের সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজিত হল
আর. সুব্রত (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, শিলিগুড়ি, ১৫ই জুন, ২০১৮: শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের দ্বারা আয়োজিত এক অনুষ্ঠানে শিলিগুড়ি মহকুমা তথা জলপাইগুড়ি জেলার এবারের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে কৃতি এবং দুঃস্থ ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা দেবার পাশাপাশি ক্লাবের সাংবাদিক সদস্যরা যৌথ উদ্যোগে তাদের হাতে তুলে দিলেন হল পড়াশোনার সামগ্রী। অনুষ্ঠানের স্থান ছিল শিলিগুড়ি তেরাপন্থ সোসাইটির শিলিগুড়ি ষ্টেশন ফিডার রোড স্থিত তেরাপন্থ ভবনে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিগাড়া-নকশাকবাড়ির বিধায়ক শংকর মালাকার, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার অধ্যাপক দিলিপ সরকার, উত্তরবঙ্গ সি.আই.আই জোনাল কাউন্সিলের চ্যারম্যান শ্রী কমল তিওয়ারি, শিলিগুড়ির বিদ্যা ভারতী ফাউন্ডেশনের ডিরেক্টার শ্রী শরদ আগারওয়াল, শিলিগুড়ি কলেজের পরিচালন সমিতির সভাপতি শ্রী জয়ন্ত কর, শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক প্রনব ভট্টাচার্জ, শিলিগুড়ি তেরাপন্থ সোসাইটির সভাপতি শ্রী সুরজ কুন্ডালিয়া, শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সভাপতি শ্রী প্রমোদ গিরি এবং সম্পাদক শ্রী অংশুমান চক্রবর্তী।
এই অনুষ্ঠানের প্রথম দিকে উত্তরবঙ্গ থেকে উচ্চমাধ্যমিকে প্রথম হওয়া জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র শ্রী গ্রন্থন সেনগুপ্ত, উচ্চ মাধ্যমিকে সপ্তম হওয়া শিলিগুড়ি গার্লস হাই স্কুলের ছাত্রী রিতিকা কাঞ্জিলাল এবং রাজ্যে উচ্চ মাধ্যমিকে নবম হওয়া বাগডগরা গার্লস হাই স্কুলের ছাত্রী সায়ন্তিকা রায় কেও সম্বর্ধনা দেওয়া হয়। এরপরেই উপস্থিত দুঃস্থ এবং কৃতি ছাত্র ছাত্রীদের একে একে সম্বর্ধনা তুলে দেয় উপস্থিত অনুষ্ঠানের অতিথিরা। সকলেই দুঃস্থ ছাত্র ছাত্রীদের পরবর্তীতে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্যে অনুপ্রেরণা যোগায়। ক্লাব সম্পাদক শ্রী অংশুমান চক্রবর্তী এবং ক্লাব সভাপতি শ্রী প্রমোদ গিরি জানান যে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব দ্বারা আয়োজিত এই ধরনের অনুষ্ঠান এই প্রথম। ভবিষ্যতেও এই ধরনের অনুষ্ঠান করে ক্লাব করে যাবে।
ছবি আর ভিডিওঃ আর. সুব্রত (টি.এন.আই)