মালবাজারে হড়পা বানে কালভার্ট ভেঙ্গে বিপত্তি স্কুলের

সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, মালবাজার, ১৫ই জুন, ২০১৮: ফের হড়পা বানে রাস্তার কালভার্ট ভেঙ্গে বিপত্তি স্কুলের। হড়পা বানে ভেসে গেল ঝোড়ার কালভার্ট। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে নাগরাকাটার মনমোহনধুরা এলাকায়।রাস্তার কালভার্ট ভেঙ্গে যাওয়ার ফলে বিচ্ছিন্ন হলো বিডিও অফিস থেকে মনোহরধুরা বস্তী যাওয়ার একমাত্র রাস্তা। এলাকার শিশুশিক্ষা কেন্দ্রের পড়ুয়া ও শিক্ষিকারা বেকায়দার মুখোমুখি। ঘটনার জেরে স্কুলের একাংশ ভেঙ্গে পড়ায় ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল স্কুল পড়ুয়া এবং শিক্ষিরা। এদিন সকালে এই শিশুশিক্ষা কেন্দ্রের শিক্ষিকারা আসার পর একএক করে পড়ুয়ারা আসছিলেন। আচমকা পাশের সুখানীঝোড়া দিয়ে চলে আসে হড়পাবান। ভাসিয়ে নিয়ে যায় ঝোড়ার উপরে থাকা কালভার্ট। স্কুলের একাংশ ধসে পড়ে প্রবল জলের ধাক্কায়। স্কুলের দিদিমণিরা বাচ্চাদের তড়িঘড়ি বাইরে বের করে আনেন। উল্লেখ্য কিছুদিন আগে একই রকম হড়পাবানে কালভার্টের একাংশ ভাসিয়ে নিয়ে গিয়েছিল। স্কুলবাড়ির নিচের মাটি ধুয়ে চলে যায়। স্কুলটি হেলে পড়ে। কালভার্টটি সাময়িক মেরামত করে চলাচল হচ্ছিল। কিন্তু শুক্রবারের ঘটনায় বিপত্তি চরমে উঠল। স্কুলের শিক্ষিকা শ্রীমতী অঞ্জলি ঘোষ জানান, “আমরা সমস্যায় পড়ে গেলাম। ঝোড়া পেড়িয়ে শিশুদের আসা অসুবিধা হবে”। যদিও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

ছবি: সুপ্রিয় বসাক (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!