মাদারিহাটে বিজেপি কে তুলোধুনা করলেন সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়

অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই,  মাদারিহাট, ৩১শে মার্চ, ২০২১: মাদারিহাট বিধানসভার তৃণমূল প্রার্থী রাজেশ লাকড়ার সমর্থনে বুধবার বীরপাড়ার ডিমডিমা চা বাগানের মাঠে সভা করলেন টিএমসি’র শ্রী অভিষেক বন্দোপাধ্যায়৷ এদিন সভা থেকে তিনি বলেন ২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বীরপাড়ায় এসে ডানকান্স গ্রুপের সাতটি বন্ধ চা বাগান খোলার আশ্বাস দিয়েছিলেন। ১৫ লক্ষ টাকা অ্যাকাউন্টে দেওয়ার মতোওই তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করেন নি। বন্ধ চা বাগানগুলি খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে তিনি বলেহর “সোনার উত্তরপ্রদেশ, সোনার গুজরাট হয়নি কেন, এখন বলছে সোনার বাংলা হবে!’ বিজেপির শাসনে বেকার এর সংখ্যা কেবল বাড়ছে। বিজেপির প্রতিশ্রুতি কানে শোনা যায়, কিন্ত চোখে দেখা যায় না। তিনি আরোও বলেন – মমতা বন্দোপাধ্যায়’কে সরানোর জন্য অমিত শাহ এখন বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি করছেন। তবে মানুষ উন্নয়নের পক্ষে তৃণমূলকেই সমর্থন করবে”। বিগত বিধানসভা নির্বাচনে মাদারিহাট কেন্দ্রে বিজেপির কাছে ২২,০৩৮ ভোটে পরাজিত হন তৃণমূলের প্রার্থী। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত মাদারিহাট বিধানসভা কেন্দ্রে নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থীর চেয়ে ৪৩,৮৩৮ ভোটে এগিয়ে ছিল বিজেপি। তাই এবার এই কেন্দ্রটি দখলে তৃণমূল যথেষ্ট মরিয়া চেষ্টা চালাচ্ছে।

ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!