ইসলামপুরে সিপিএমের জেলা সম্মেলন উপলক্ষে লোগো উদ্বোধন
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ৫ই জানুয়ারি ২০১৮: ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) আয়োজিত ২২তম উত্তর দিনাজপুর জেলা অভ্যর্থনা কমিটির প্রিচালনায় আগামী ২৮/২৯ জানুয়ারি ইসলামপুরে জেলা সম্মেলন উপলক্ষে শুক্রবার ইসলামপুর তাউন লাইব্রেরী হলে লোগো উদ্বোধন করেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সান্সদ সিপিএমের মহঃ সেলিম। এদিনের লোগো উদ্বোধন উপলক্ষে ইসলামপুর তাউন লাইব্রেরী থেকে শুরু হয়ে চৌরঙ্গী মোড় হয়ে ফের লাইব্রেরীতে একটি মিছিল হয়। এদিনের মিছলে ইসলামপুরের লোকাল সম্পাদক শ্রী বিকাশ দাস, উত্তর দিনাজপুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য শ্রী স্বপন গুহ নিয়োগী, মহঃ বাজিল আখতার, শ্রীমতী মিতালী দাস শ অন্যন্যরাও হাজির ছিলেন।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)
Facebook Comments