বিজেপি প্রার্থীদের সমর্থনে বানারহাটে জমকালো রোডশো করলেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী
অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, নাগরাকাটা, ৩১শে মার্চ, ২০২১: নাগরাকাটা ও ধূপগুড়ি বিধানসভার দুই বিজেপি প্রার্থীর সমর্থনে বুধবার বিকেলে বানারহাটে একটি রোড-শো করলেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল। নাগরাকাটা বিধানসভার প্রার্থী পুনা ভেঙ্গরা এবং ধূপগুড়ি বিধানসভার প্রার্থী বিষ্ণুপদ রায়’কে সাথে নিয়ে বানারহাট চা বাগানের ফুটবল মাঠ থেকে মিছিলটি শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করে মিছিলটি গোটা বাজার প্রদক্ষিণ করে। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী বলেন ডুয়ার্সে পর্যটন শিল্পের বিভিন্ন দিক এখনো উন্মোচিত হয় নি। এই এলাকায় প্রাকৃতিক প্রাচুর্যের পাশাপাশি মনোরম আবহাওয়া, পাহাড় – নদী – জঙ্গল – চা বাগানকে কেন্দ্র করে পর্যটনের বিকাশের সাথেই কর্মসংস্থানের প্রচুর সম্ভাবনা রয়েছে। এরই সাথে পর্যটন শিল্পের বিকাশের জন্য প্রয়োজনীয় আঞ্চলিক ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও যোগাযোগ ব্যবস্থা রয়েছে। আগের সমস্ত সরকার উত্তরবঙ্গেকে অবহেলা করেছে। এরই পাশাপাশি চা বাগানকে কেন্দ্র করে পর্যটনের বিকাশের জন্য কেন্দ্রীয় ভাবে পরিকল্পনা ও রূপরেখা নির্ধারণ করা হচ্ছে। তিনি বলেন লোকসভার চেয়েও বিপুল ভোটে এবারের বিধানসভায় বিজেপি প্রার্থীরা জয়ী হবেন। উত্তরবঙ্গের বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধান একমাত্র বিজেপিই করতে পারে বলে তিনি জানান।
ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)