ডুয়ার্সের মোরাঘাটে নালায় পড়ে পূর্ণবয়স্ক বাইসনের মৃত্যু
অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ২২শে মার্চ, ২০২১: ডুয়ার্সের মোরাঘাট চা বাগানে লোকালয় সংলগ্ন এলাকায় বাইসনের হানা। সোমবার সকালে বানারহাট ব্লকের মোরাঘাট চা বাগানে জঙ্গল থেকে বেড়িয়ে একটি বাইসন ঢুকে পড়ে। খবর পেয়ে বনদপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। বনকর্মীরা বাইসনটিকে পাহারা দিয়ে জঙ্গলে ফেরানো চেষ্টা করলেও এদিন বিকেলে চা বাগানের নালায় পড়ে গিয়ে বাইসনটি মারা যায়। মোরাঘাট চা বাগানের ম্যানেজার বিবেক সরন ভটনাগর বলেন এদিন সকাল ৭টার সময় শ্রমিকেরা চা বাগানে বাইসনটিকে দেখতে পান। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই এলাকায় কাজ বন্ধ করে দিয়ে বনদপ্তরে খবর দেওয়া হয়। বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের আধিকারিক শুভাশিস রায় বলেন বনকর্মীরা বাইসনটিকে সকাল থেকেই পাহারা দিয়ে রেখেছিলেন। সেটিকে নিরাপদে জঙ্গলে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। যদিও চা বাগানে ছুটোছুটি করতে গিয়ে বাইসনটি চা বাগানের নালায় পড়ে যায়। সেটিকে উদ্ধারের চেষ্টা করার সময় সেটি মারা যায়। শুভাশিস বাবু বলেন সম্ভবত হৃদযন্ত্র বিকল হয়ে বাইসনটির মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হচ্ছে।
ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)