ঝড় বৃষ্টির সকালে ফালাকাটায় বজ্রঘাতে মৃত্যু হল স্কুল ছাত্রের
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ৩০শে মার্চ ২০১৮: বজ্রঘাতে মৃত্যু হল এক স্কুল ছাত্রের। মৃত ওই ছাত্রের নাম তপু রায় (১১)। সে পঞ্চম শ্রেণীতে পড়ত। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর ১ নং গ্রাম পঞ্চায়েতের আলিনগর গ্রামে। জানা গিয়েছে, ডুয়ার্সের বিভিন্ন এলাকার সাথে এদিন সকালে জটেশ্বরের আলিনগর এলাকাতেও বজ্রপাত সহ বৃষ্টি হয়। আলিনগর গ্রামে বাড়ির লোক ও প্রতিবেশীদের সাথে ক্ষেত থেকে আলু তুলছিল তপু। সাড়ে ৮ টা নাগাদ হঠৎ বাজ পড়ৈ ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টি.এন.আই)
Facebook Comments