আজ হয়ত নাও হতে পারে দার্জিলিং ও জলপাইগুড়ির বিজেপি’র প্রার্থী ঘোষণা
বাংলাডেস্ক, টি.এন.আই, কলকাতা, ১৪ই মার্চ, ২০২১: অপেক্ষায় রয়েছেন অনেকেই আজকে। তবে এই অপেক্ষা আরও দীর্ঘ হতে পারে। অবশ্যই যে অপেক্ষার কথা বলা হচ্ছে সেটা বিজেপি’র প্রার্থী তালিকা ঘোষণা। তবে এটা ভাববেন না যে যে পশ্চিমবঙ্গের প্রার্থী তালিকে ঘোষণা পিছিয়ে যাচ্ছে। দলীয় সূত্রের খবর অনুযায়ী আজকেই হতে পারে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ তবে তৃতীয় এবং চতুর্থ পর্যায়ের নির্বাচন পর্যন্ত। বাকি পর্যায়ের নির্বাচনের বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ পরে হবে বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, ২৬ শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলার প্রার্থী তালিকা নিয়ে সব মহলেই উৎসুকতা বেড়ে গিয়েছে ইদানীং কিছু রাজনৈতিক ঘটনা ঘটার ফলে। যেমন, শিলিগুড়িতে দাপুটে বাম নেতা ডঃ শঙ্কর ঘোষের বিজেপিতে যোগদান, কলকাতা থেকে শিলিগুড়িতে তৃনমূলের প্রার্থী দাড়া করানো, গোসা হয়ে তৃনমূল থেকে পদত্যাগ করা নেতা – নান্টু পালের নির্দল প্রার্থী হয়ে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করা, দার্জিলিঙে তৃণমূলের কোন প্রার্থী না ঘোষণা করা ইত্যাদি।
ছবি: বিজেপি, পশ্চিমবঙ্গ