রায়গঞ্জে বিতর্কিত ‘জয় বাংলা’ মাস্ক পরে রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী

বাংলাডেস্ক, টি.এন.আই, রায়গঞ্জ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২১: রাজ্যের অন্য জেলার মত নির্বাচন কমিশনের নির্দেশে এদিন উত্তর দিনাজপুরের রায়গঞ্জে পৌঁছে গেল কেন্দ্রীয় বাহিনী। আজ এই কেন্দ্রীয় বাহিনীকে রুট মার্চ করে এরিয়া ডমিনেশন করে। তাদের রুট মার্চ শুরু হয় দেবীনগর এলাকা থেকে এবং চলে শিলিগুড়ি মোড় অবধি। রায়গঞ্জ থানার আইসি’র নেতৃত্বে চলে এই মার্চ। সব ঠিকঠাক চলছিল তবে গোল বাঁধলও কেন্দ্রীয় বাহিনীর মাস্ক নিয়ে। মূলত সিআরপিএফ জওয়ানরাই এসেছে রায়গঞ্জে। এই রুট মার্চের সময় দেখা যায় তাদের প্রত্যেকের মুখে ‘জয় বাংলা’ লেখা মাস্ক। স্থানীয় বিজিপি নেতৃত্ব এই নিয়ে সংবাদ মাধ্যমে জানায় এই সবই তৃণমূলের কাজ। উত্তর দিনাজপুরের বিজেপি জেলা সভাপতি শ্রী বিশ্বজিৎ লাহিড়ি সংবাদ মাধ্যম কে বলেছেন, ‘‘কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোটের প্রচার করছে তৃণমূল কংগ্রেস। বিজেপি রাজ্য দফতর এবং নির্বাচন কমিশনে অভিযোগ জানাব”। অন্যদিকে উত্তর দিনাজপুরের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি শ্রী কানাইয়ালাল আগরওয়াল সংবাদ মাধ্যম কে জানিয়েছেন, “আমরা কোনও কর্মসূচি শেষে জয় হিন্দ এবং জয় বাংলা বলে বক্তব্য শেষ করি।  আমি অন্তত মাস্কে এই লেখা পড়াতে অন্যায় দেখছি না”। রাতে বিজেপির পক্ষ থেকে এর বিরুদ্ধে পথ অবরোধ করা হয়।

ছবি: সংবাদচিত্র

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!