নির্বাচনের আগেই পুদুচেড়ীতে জারি হয়ে গেল রাষ্ট্রপতি শাসন
বাংলাডেস্ক, টি.এন.আই, পুদুচেড়ী, ২৪শে ফেব্রুয়ারি, ২০২১: সম্ভাবনা আগেই ছিল এবার বাস্তব রূপ পেল পুদুচেড়িতে। জারি হয়ে গেল রাষ্ট্রপতি শাসন। বুধবার কেন্দ্রীয় মন্ত্রীসভার সিদ্ধান্তে এবং রাষ্ট্রপতির অনুমোদনে লাগু হয়ে গেল রাষ্ট্রপতি শাসন। এই খবর সংবাদ মাধ্যম কে জানায় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী প্রকাশ জাভাদেকর দিল্লীতে সংবাদ মাধ্যম কে জানান যে যেহেতু কোন দল বা দলীয় জোট সরকার বানাতে ইচ্ছুক নন এই অবস্থায় কেন্দ্রীয় মন্ত্রীসভার এই সিদ্ধান্ত। পুদুচেড়ীর লেফটেনেন্ট জেনেরালও এই সিদ্ধান্ত কে অনুমোদন করেন। জানা যায় এর পরবর্তীতে বিধান সভা ভঙ্গ ঘোষণা করা হবে এবং সমস্ত প্রশাসনিক ভার কেন্দ্রীয় ভাবে লেফটেনেন্টে জেনারেলের অধীনে চলে যাবে। উল্লেখ্য গত সোমবার বেশ কিছু কংগ্রেস বিধায়ক কংগ্রেস ছেড়ে দেওয়াতে পুদুচেড়ী সরকার সংখ্যাগরিষ্ঠতা প্রমান করতে ব্যর্থ হয়। শ্রী প্রকাশ জাভাদেকর এও জানান যে কিছুদিনের মধ্যেই নির্বাচনের দিন প্রকাশ হতেই আদর্শ আচরণ বিধি লাগু হয়ে যাবে।
ছবি: পণ্ডী লাইভ