শিলিগুড়িতে আয়োজিত হল এবিভিপি’র বিরাট মিছিল ও জনসভা
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২৪শে ফেব্রুয়ারি, ২০২১: নির্বাচন এখনো ঘোষণা হয়নি। এর আগেই শহর জুড়ে বিরাট মিছিল করল এবিভিপি। এই মিছিলের ডাক আগেই ডেকে ছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এ.বি.ভি.পি) হুংকার নামে। এইদিনের মিছিলে যে সকল দাবী নিয়ে মিছিল করা হয় তা হল নারী সুরক্ষা, ধার্মিক তুষ্টিকরন, শিক্ষা, কর্মসংস্থান ইত্যাদি। এবিভিপির মিছিল শুরু হয় শিলিগুড়ির পৌষ মেলা ময়দান থেকে এবং হিল কার্ট রোড হয়ে বাঘাযতীন পার্কে সমাপ্ত হয়। মিছিল শেষে বাঘাযতীন পার্কে একটা জনসভাও করা হয়। বক্তব্য রাখেন ছাত্র সংগঠনের বিভিন্ন ছাত্র নেতারা। এই সমগ্র কর্মসূচিতে এবং সভায় উপস্থিত ছিলেন এবিভিপি’র জাতীয় সাংগঠনিক সম্পাদক শ্রী আশিস চৌহান জাতীয় সাধারন সম্পাদক শ্রীমতী নিধি ত্রিপাঠি এবং আঞ্চলিক ও রাজ্য স্তরীয় নেতৃত্ব।
ছবি: সংবাদচিত্র
Facebook Comments