দুর্গাপুজায় দরাজ হস্ত মুখ্যমন্ত্রীর, খুশি ফালাকাটার দুর্গাপুজা কমিটিরা
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২৫শে সেপ্টেম্বর, ২০২০: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সমস্ত দুর্গাপূজা কমিটিদের নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হলো ফালাকাটা কমিউনিটি হলে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ওখানে উনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবং ফালাকাটার কমিউনিটি হলে সেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই পুজো কমিটি এবং পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসনের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে আলোচনা অনুষ্ঠিত হলো আজকের এই আলোচনা সভায় ফালাকাটা কমিউনিটি হলে। এই উপলক্ষে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি, ফালাকাটার বিডিও শ্রী সুপ্রতিম মজুমদার ফালাকাটা থানার আইসি শ্রী দেবদত্ত বন্দ্যোপাধ্যায় ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী সুরেশ লালা এবং ফালাকাটা ব্লক এর শতাধিক দুর্গা পুজো কমিটির প্রতিনিধিরা। এ বছর দুর্গা পূজার বেশ কিছু নিয়মকানুন মুখ্যমন্ত্রী জানান। সেই সাথে এবার সরকারি অনুদান গতবারের ২৫ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা করে দেন। সমস্ত দুর্গোৎসব কমিটিগুলো দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে তারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেছেন – এই বছরের করোনা পরিস্থিতিতে তারা চাঁদা তুলবেন না। এই জন্যে এই অনুদান তাদের খুব সহায়ক হবে বলে তিনি মনে করেন। ফালাকাটার বিডিও শ্রী সুপ্রতিম মজুমদার টিএনআই কে জানান “মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এবার দুর্গাপূজা দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এবং আজকের এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল যে বৈঠক অনুষ্ঠিত হলো তাতে পুলিশ প্রশাসন ব্লক প্রশাসনের কর্মকর্তারা দুর্গাপূজা কমিটি কোন সভায় উপস্থিত ছিলেন সবাই সেটা শুনলেন এবং নিয়মকানুন মেনে চলবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন আমরা আগামী দিনে আমাদের প্রশাসন পুলিশ প্রশাসন এবং সমস্ত ক্লাবগুলোকে নিয়ে আরেকবার বসা হবে”।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)