ধূপগুড়িতে উদ্ধোধন করা হলো আই.সি.ডি.এস সেন্টার
মামনি সিংহ রায় (টি.এন.আই ধুপগুড়ি/ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা বালুরঘাট
বাংলাডেস্ক, টি.এন.আই, ধুপগুড়ি, ৪ঠা মার্চ, ২০১৯: আই.সি.ডি.এস সেন্টারের উদ্ধোধন করা হলো রবিবার ধূপগুড়িতে। এদিন এই সেন্টারের উদ্ধোধন করেন মন্ত্রী শশী পাঁজা। এদিন ফিতে কেটে মন্ত্রী এই সেন্টারের উদ্ধোধন করেন। এই সেন্টারে ধূপগুড়ি পৌরসভার থেকে একটি টিভি দেওয়া হয়েছে। ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন, “এই সেন্টারের মডেল একটি ট্রেনের মডেল বানানো হয়েছে”। ধূপগুড়ি হরিমন্দির কমিটির জমিতে এটি নির্মান করা হয়েছে। ধূপগুড়ি ২ নম্বর ওয়ার্ড এলাকায় রয়েছে এই সেন্টার। সেন্টারে কিছু প্রয়োজন হলে পৌরসভা সাহায্য করবে।
ছবি: মামনি সিংহ রায় (টি.এন.আই)
Facebook Comments