ফালাকাটায় খুনের অভিজুক্তের বাড়ি ভাঙচুর করে মৃতের আত্মিয়ারা
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২৫শে ফেব্রুয়ারি, ২০১৯: রবিবার ফালাকাটার দেওগাঁও এর খুনের ঘটনায় মূল অভিযুক্তের বাড়ি ভাঙচুর করল মৃতের আত্মীয় ও গ্রামবাসীরা। অভিযোগ রবিবার জনৈক আজিজুল মিয়ার হাতে খুন হয় তার প্রতিবেশী জাহেদুল ইসলাম, সাথে তাকে সহযোগিতা করে তার পরিবারের আর সদস্য। এই ঘটনায় এলাকাজুড়ে থমথমে পরিবেশ রয়েছে। সেদিনই পুলিশ প্রশাসন সাত অভিযুক্তের মধ্যে দুজনকে গ্রেফতার করেছে বাকিদের খোঁজ চলছে জোর তল্লাশি। তারেই মধ্যে রবিবার রাতে এলাকাবাসী ও মৃত জাহেদুলের আত্মীয় পরিজনেরা ভেঙে গুঁড়িয়ে দেয় অভিযুক্ত আজিজুল মিয়ার পাকা বসত বাড়ি। ঘটনার পর বাড়ির সকলে পলাতক হওয়ায় বাড়ি ছিল ফাঁকা কোন লোকই ছিল না। সে কারণে কোন হতাহতের খবর নেই। ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করে দেয়।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)