যুবতির কিডনি প্রতিস্থাপনের জন্যে আর্থিক সাহায্য করল ‘সমব্যথী’
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১৭ই ফেব্রুয়ারি, ২০১৯: বেশ কিছুদিন আগে শিলিগুড়ির এক সংবাদ পত্রে শিলিগুড়ির সূর্যসেন কোলনির বাসিন্দা সম্পা সাহা আবেদন জানিয়ে ছিল তাকে আর্থিক ভাবে সাহায্যের জন্যে। তিনি এও জানিয়েছিল তার কিডনি প্রতিস্থাপনের দিন ধার্য করা হয়েছে ২১শে ফেব্রুয়ারি। এর জন্যে বাধা হয়ে দারিয়েছে আর্থিক সমস্যা। আজ শিলিগুড়ি সমব্যথী ওয়েলফেয়ার সোসাইটি’র পক্ষ থেকে সম্পা সাহা কে চিকিৎসার জন্যে আর্থিক সাহায্য করা হয়। সেই সময় উপস্থিত ছিল সমব্যথী ওয়েলফেয়ারের পক্ষ থেকে সম্পাদক শ্রী তীর্থঙ্কর চক্রবর্ত্তী। তীর্থঙ্কর বাবু টি.এন.আই কে জানান “সমব্যথী ওয়েলফেয়ার এই নিয়ে দ্বিতীয়বার সম্পা সাহা কে আর্থিক ভাবে সাহায্য করল। এর আগেও “সমব্যথী ওয়েলফেয়ার তাকে সাহায্য করেছিল”। তিনি আবেদন করেন যে সমাজের যদি আরও ব্যাক্তিরা এগিয়ে আসেন তাহলে সম্পা সাহার অনেক উপকার হয়।
ছবি: শিলিগুড়ি সমব্যথী ওয়েলফেয়ার সোসাইটি