কুচবিহারের পুন্ডিবাড়ীতে আয়োজিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

টি.এন.আই নিউজ সার্ভিস

বাংলাডেস্ক, টি.এন.আই, কুচবিহার, ১৭ই ফেব্রুয়ারি, ২০১৯: আজ নেতাজী জন্মশতবার্ষিকী ভবনে মহিম ফাউন্ডেশন ও লাইন্স ক্লাব কুচবিহার হেরিটেজ পরিচালনায় এবং পুন্ডিবাড়ীর ব্রাইট ইউনিটের ব্যবস্থাপনায় এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের শুরুতে ক্লাব সম্পাদক সহ অন্যান্য সদস্যগণ কাশ্মীরের পুলওয়ামার জঙ্গী হামলায় শহীদ সৈনিকের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর শুরু হয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। আজকের এই শিবিরে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার লায়ন্স আই হসপিটালের বিশিষ্ট চক্ষু বিশেষঞ্জ, মহিম ফাউন্ডেশনের সদস্য সহ আয়োজক ক্লাব সদস্যরা। আজকের এই শিবিরে ১৪৫ জন তাদের চক্ষু পরীক্ষা করান। ক্লাব সম্পাদক শ্রী সঞ্জীব দে টি.এন.আই কে জানান “বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছি তা সার্বিকভাবে সফল। এই জন্য সকল ধন্যবাদ জানাছি”। ক্লাবের সহ সম্পাদক সমীর সাহা ও শুভঙ্কর রায় জানান “আমাদের ক্লাব রক্তদান শিবির সহ সমাজের দুস্থ নিপীড়িত মানুষের সাহায্যার্থে “পুন্ডিবাড়ীর ব্রাইট ইউনিট” সবসময় পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে”।

ছবি ও তথ্য: রানা  দে (কুচবিহার)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!