৪ঠা মার্চ জল্পেশ মেলা, ময়নাগুড়িতে প্রস্তুতি চলছে জোর কদমে

মামনি সিংহ রায় (টি.এন.আই ধুপগুড়ি/ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ময়নাগুড়ি, ১৭ই ফেব্রুয়ারি, ২০১৯: ময়নাগুড়ি তথা উত্তরবঙ্গের গর্ব জল্পেশ মেলা আগামী ৪ঠা মার্চ থেকে শুরু হতে চলেছে। ইতিমধ্যেই মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টল বসছে। মেলা কমিটিও তোড়জোড় শুরু করে দিয়েছে। জল্পেশ মেলা ঘিরে জল্পেশ মন্দিরে চলছে মন্দির রঙ করা ও মন্দিরে বিভিন্ন অংশে সংষ্কার। মন্দিরের দেওয়ালে ফাঁটল অংশ মেরামতির কাজ চলছে। প্রতিবছর এই মেলায় দুর দুরান্ত থেকে প্রচুর মানুষজনেরা এই মেলায় আসেন। মেলায় কয়েক শতাধিক দোকান বসে। মেলার সময় ব্যপক পুলিসি নিরাপত্তা লক্ষ করা যায়। মেলার সময় বাড়তি সিসিটিভি ক্যামেরা বসানো হয়। মেলার সময় জল্পেশ মেলা প্রাঙ্গন থেকে জল্পেশ মন্দিরে যাবার জন্য নদীর উপর বাঁশের সাঁকো প্রতি বছরের মতো এই বছরেও পঞ্চায়েত সমিতির তরফ থেকে বানানো হবে। মন্দির কমিটির সম্পাদক শ্রী গীরেন্দ্র নাথ দেব জানান, এই বছরেও মন্দিরে প্রবেশের জন্য ১০ টাকা এবং ১০০ টাকার টিকিট থাকছে। মেলার সময় পুলিস প্রশাসন প্রচুর পরিমানে থাকে। সেই সাথে আমাদের ভলেন্টিয়ার রাও থাকে।

ছবি: মামনি সিংহ রায় (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!