জেলা জুড়ে শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে কর্মসূচি নিল উত্তর দিনাজপুর প্রেস ক্লাব
পার্থ চ্যাটার্জি (টি.এন.আই রায়গঞ্জ) । টি.এন.আই সম্পাদনা বালুরঘাট
বাংলাডেস্ক, টি.এন.আই, রায়গঞ্জ, ১৫ই ফেব্রুয়ারি, ২০১৯: কাশ্মীরের পুলওয়ামার ভয়াবহ জঙ্গি হামলায় মৃত শহিদের শ্রদ্ধা জানাতে জেলা জুড়ে কর্মসূচি গ্রহন করলো উত্তর দিনাজপুর প্রেস ক্লাব। শুক্রবার রায়গঞ্জের দেহশ্রী মোড়ে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে দেশের শহীদ জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা৷ এরপর সেখান থেকে একটি মৌন মিছিল দেহশ্রী মোড়ের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে শহরের পথ পরিক্রমা করে বিদ্রোহী মোরে গান্ধী মূর্তির পাদদেশে এসে মিছিল শেষ হয়। উত্তর দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র জানালেন, কাশ্মীরের অবন্তীপুরায় মৃত শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের জন্য জেলা ব্যাপি কর্মসূচি নেওয়া হয়েছে৷ ইসলামপুর প্রেসক্লাব, কালিয়াগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকেও শ্রদ্ধাজ্ঞাপনের কর্মসূচি নেওয়া হয়েছে। রায়গঞ্জে মৌনমিছিলে সমাজের বিভিন্ন স্তরের মানুষ নিজেদের উদ্যোগেই অংশগ্রহন করেছেন।মৌন মিছিলে সকলের সাথে পামেলান রায়গঞ্জ পুরসভার পুরপিতা সন্দীপ বিশ্বাস, মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী,বিশিষ্ট সমাজসেবী সুব্রত সরকার, কৌশিক ভট্টাচার্য সহ অন্যান্যরা।
ছবি: পার্থ চ্যাটার্জি (টি.এন.আই)