ফালাকাটার শারদানন্দ পল্লীতে বাসন্তী পুজোর অষ্টমীতে সম্পন্ন হল কুমারী পূজা
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২১শে মার্চ, ২০২১: গতকাল ফালাকাটা শারদানন্দ পল্লীতে বাসন্তী পুজোর অষ্টমীর পূর্ণ লগ্নে হলো কুমারী পূজা। বৈদিক আচার নিয়মকানুন মেনেই হলো এই কুমারী পূজা কুমারী পুজো দেখতে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো ফালাকাটায় এই এক জায়গাতেই হয় কুমারী পূজা ফালাকাটায় কয়েকটি বাসন্তী পূজা হলেও কুমারী পূজা হয় এই একটি স্থানের জন্য জনগণের উৎসাহ একটু চোখে পড়ার মতো।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)
Facebook Comments