শালকুমারে আয়োজিত হল আদিবাসী জনজাতিদের নিয়ে সচেতনতা শিবির
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১৪ই ফেব্রুয়ারি, ২০১৯: ফালাকাটার ছোট শালকুমারের ৬ মাইলে আদিবাসী জনজাতিদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হলো অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ। উপস্তিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য বিনয় মুর্মু, ফালাকাটা ব্লক ইউনিটের সভাপতি রঞ্জন ভগত, সম্পাদক রঞ্জিত ধনওয়ার প্রমুখ। ডাইনী প্রথা, মোদ হারিযার নেশা, বাল্য বিবাহ, আদিবাসীদের লেখাপড়ার জোর দেওয়া প্রভৃতি বিভিন্ন বিষয় নিয়ে আদিবাসীদের জাগ্রত করা হয় এই সচেতনতা শিবিরে। ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের রাজ্য কমিটির সদস্য বিনয় মুর্মু বলেন, আমাদের আদিবাসী জনজাতিরা অনেক পিছিয়ে আছে। তার প্রধান কারণ সচেতনার অভাব ও শিক্ষার অভাব। কুসংস্কারে আচ্ছন্ন। এসবের থেকে মুক্ত করতে ও শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষে এই ধরনের শিবিরের আয়োজন। আমাদের আশা এধরনের সচেনতা শিবিরের মধ্যদিয়েই ধীরে ধীরে এগিয়ে যাবে এই সমাজ।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)