বাঁশঝাড় কে কেন্দ্র করে ইসলামপুর বাইপাসের কাজে ফের বাধায় পড়ল প্রশাসন

দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ২৬শে জানুয়ারি ২০১৮: ইসলামপুর বাইপাস প্রকল্পে প্রশাসনের কাজে কৃষকদের বাধা অভ্যাহত। গতকাল ইসলামপুরের বলঞ্চা ইলুয়াবাড়ি এলাকায় বাইপাসের কাজ করতে গেলে ফের কৃষকদের বাধার মুখে পড়তে হয় প্রশাসনকে। এতে দুই জন কৃষক আহতও হয়। আহতদের নাম মহঃ ফারুখ ও মহঃ নাজির। দুজনেই বলঞ্চা ইলুয়াবাড়ির বাসিন্দা। তবে বাধার মুখে প্রলেও প্রশাসন কাজ করে গেছে। গতকাল সারাদিনে বাইপাসের ১০০ অবদি হয়। তবে এদিন ইসলামপুরের প্রাক্তন বিধায়ক আব্দুল করিম চৌধুরী বা চাকুলিয়ার বিধায়ক আলি ইমরান রমজ বা ভিক্টর কে দেখা যায়নি। প্রশাসনের তরফ থেকে ইসলামপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সংবাদ মাধ্যমকে বলেন “আজকে বলঞ্চা ইলুয়াবাড়ি এলাকায় ১০০ মিটার কাজ হয়েছে।। একটা বাঁশঝার তোলা নিয়ে সমস্যা হচ্ছিল তবে তা মিটে গেছে”।

ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!