জমি সংক্রান্ত সমস্যা থাকলেও ৩১শে মার্চের মধ্যেই এশিয়ান হাইওয়ে সম্পন্ন হবে

টি.এন.আই নিউজ সার্ভিস

বাংলাডেস্ক, টি.এন.আই, চ্যাংড়াবান্দা, ১২ই ফেব্রুয়ারি, ২০১৯: ভারতের কুচবিহারের চ্যাংড়াবান্দা আন্তজার্তিক বানিজ্য কেন্দ্র থেকে ভারত – বাংলাদেশের জিরো পয়েন্ট থেকে ভুটান পর্যন্ত এশিয়ান হাইওয়ে নির্মান কাজ শেষ হবে আগামি ৩১ মার্চ মধ্যেই৷ নির্মান কাজে সময় সীমা আর বৃদ্ধি করা হবে না৷ এমনটাই  নবান্ন এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে৷ এশিয়ান ডেভেলভমেন্ট বাংকের আর্থিক সহায়তায় ভারত – বাংলাদেশ সীমান্তে চ্যাংড়াবান্দার আন্তজার্তিক সীমান্ত চেক পোস্ট ভুটান পর্যন্ত নির্মীয়মান এই সড়ক পথে জমি সংক্রান্ত সমস্যার জেরে নির্মান কাজ পিছিয়ে রয়েছে৷ সূত্রের খবর, নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি জমি সংক্রান্ত জটিলতার করনে৷ নির্মাণ কাজ দ্রূত শেষ করার জন্য সম্প্রতি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক হয় নবান্নে৷ সূত্রের খবর, চলতি বছরের ৩১শে মার্চ মধ্যে নির্মান কাজ শেষ করতে হবে৷ এখন এটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সংশ্লিষ্ট কাজের আধিকারিকদের৷ তবে আধিকারিক সুত্রে জানা গেছে চ্যাংড়াবান্দা থেকে ভুটান এশিয়ান হাইওয়ে ৪৮ এবং ফুলবাড়ী থেকে নেপালের পানিট্যাংকি পর্যন্ত এশিয়ান হাইওয়ে (২) কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা হবে৷ চুক্তি অনুযায়ী ভারত – বাংলাদেশ ও ভুটানের মধ্যে বৈদেশিক বানিজ্যে পণ্য আমদানি রপ্তানির জন্য দ্রূত চ্যাংড়াবান্দা থেকে ভুটান পর্যন্ত এই সড়ক পথ নির্মান করা হচ্ছে৷

সংবাদচিত্র

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!