পুজোর আগেই মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন হলো ভোরের আলো

ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, মালবাজার, ৩রা অক্টোবর, ২০১৮: বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দেশের বৃহত্তর পর্যটন শিল্পের এক নবদিগন্তের উন্মোচন হল। এই পর্যটন হাবের নাম হল  “ভোরের আলো”। রাজ্যে কর্মসংস্থানের পরিস্থিতিকে নজরে রেখে, ক্ষমতায় আসার পর বাংলায় পর্যটনের ক্ষেত্রকে শক্তিশালী ও বিকাশমুখী করার জন্য নানান বহুমুখী প্রকল্পের পরিকল্পনা নিয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী।

সেগুলির মধ্যে অন্যতম হলো “ভোরের আলো”। গাজোলডোবা উত্তরবঙ্গের এক পরিচিত জনপথ তথা চড়ুইভাতির অঞ্চল। ২০১১ সালে ক্ষমতায় এসে এই জায়গাটির ভোর বদলের মাধ্যমে পর্যটনকেন্দ্র করার তৎপরতা শুরু হয়। নানান প্রতিবন্ধকতার মধ্য দিয়ে অতিক্রম করে এদিন প্রকল্পটির পূর্ণাঙ্গরূপে সবার সামনে আত্মপ্রকাশ করল। গাজোলডোবা যে প্রাকৃতিক দিক গত ভাবে সুন্দর ও সাবলীল এতে কোনো দ্বিমত নেই।

তাই আগামী দিনে গাজোলডোবাকে কেন্দ্র করে পর্যটন সার্কিট গড়ে উঠবে এমন সম্ভাবনা রয়েছে প্রচুর। সাথে হবে প্রচুর কর্মসংস্থান। ফলে বিকাশের মধ্য দিয়ে এলাকার অর্থনীতি ঘুরে দাঁড়াবে এমন আশা রাখছে এলাকাবাসী। ভোরের আলো সেই আশার জ্যোতি মাত্র।

ছবি: এস. স্যানাল, অরিন্দম বিশ্বাস (শিলিগুড়ি)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!