রবিবাসরীয় প্রচারে ডাবগ্রাম – ফুলবাড়ি অঞ্চল চষে ফেললেন বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জি
স্নিগ্ধা সোম (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৪ঠা মার্চ, ২০২১: আজ রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন বিজেপি মনোনীত ডাবগ্রাম – ফুলবাড়ির প্রার্থী শ্রীমতী শিখা চ্যাটার্জি। আজ তার সকাল ৭টার থেকে মিছিলের মাধ্যমে প্রচার শুরু করেন। প্রচার শুরু হয় মাইকেল কলোনি থেকে। এরপর সাওউত কলোনি, ভোলা মোড়ে গিয়ে প্রথম পর্যায়ের প্রচার শেষ হয়। তারপর শুরু হয় দ্বিতীয় পর্যায়ের প্রচার যা কিনা একটি রোড শো। এই রোড শো শুরু হয় সালুগাড়া বাজার থেকে এবং শেষ হয় খোলাচাঁদ ফাপরি তে। এই রোড শো তে শ্রীমতী শিখা চাটার্জির হুড খোলা গাড়িতে সঙ্গে থাকেন স্টার ক্যাম্পেইনার ভারতের পর্যটন মন্ত্রী শ্রী প্রল্লাদ প্যাটেল, দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রী রাজু বিস্তা, জলপাইগুড়ির লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ ডঃ জয়ন্ত রায় প্রমুখ। রীতিমত ঢাক বাজিয়ে জনতার ঢল নিয়ে এই রোড শো অনুষ্ঠিত হয়। রোড শো চলাকালিন দেখা যায় শ্রীমতী শিখা চাটার্জির হুড খোলা গাড়িতে মানুষ ফুল দিয়ে অভিবাদন জানাচ্ছে। খোলাচাঁদ ফাপরি তে বিজেপির নির্বাচনী কার্যালয়ও উদ্বোধন করেন শ্রীমতী চ্যাটার্জি এবং জলপাইগুড়ির সাংসদ ডঃ জয়ন্ত রায়।
ছবি: সংবাদচিত্র