বিন্নাগুড়ি সেনা ছাউনিতে প্রাক্তন সৈনিকদের সমাবেশ
অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ৬ই জানুয়ারি ২০১৯: বিন্নাগুড়ি সেনা ছাউনিতে এদিন প্রাক্তন সৈনিক ও তাদের পরিবারদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হল। এই সমাবেশে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার প্রায় এক হাজার প্রাক্তন সৈনিক এবং বীর নারী অংশ নেন বলে জানা গিয়েছে। এদিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল অফিসার কমান্ডিং, ব্রিগেডিয়ার পঙ্কজ সিং। মূলত এই অনুষ্ঠান থেকে সৈনিকদের সহায়তায় বিভিন্ন প্রকার পেনশন প্রকল্প, বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প, ব্যাংকিং, বীমা, স্বাস্থ্য, পুনর্বাসন, পুনঃ-নিয়োগ, পেনশন নানান বিষয়ে তথ্য প্রদানের জন্য বিশেষ ব্যবস্থাও করা হয়েছিল। এরই পাশাপাশি এদিন একটি মেডিক্যাল ক্যাম্প এর ও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মুখ্য অতিথি ডেপুটি জেনারেল অফিসার কমান্ডিং, ব্রিগেডিয়ার পঙ্কজ সিং এদিন যুদ্ধক্ষেত্রে শহিদ হওয়া বীর সেনানীদের স্ত্রী ও তাদের পরিবারবর্গের হাতে সহায়তা তুলে দেন। এদিনের অনুষ্ঠান থেকে যুদ্ধ ক্ষেত্রে জখম হওয়া নায়ক সুকান্ত মন্ডলের পরিবারের হাতে একটি হুইল চেয়ার তুলে দেওয়া হয়। ২০১৫ সালে গ্রেনেড বিস্ফোরণে হাতে গুরুতর আঘাত পাওয়া সৈনিক প্রণব কুমার পাহাড়িয়ার হাতে এদিন মডিফাইড স্কুটির চাবি তুলে দেওয়া হয়। ব্রিগেডিয়ার পঙ্কজ সিং প্রাক্তন সৈনিকদের নানান সমস্যার স্রুত সমাধানের আশ্বাস দেন।
ছবি: নিজস্ব চিত্র (টি.এন.আই)