জলপাইগুড়ি ক্রিকেট লীগে বানারহাট ৫ উইকেটে হারাল জলপাইগুড়ির কিশোর মিলনকে
প্রনব দাস (টি.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, জলপাইগুড়ি, ৬ই জানুয়ারি, ২০১৯: গতকাল জলপাইগুড়ি ক্রীড়া সংস্থার পরিচালনায় ২০১৮-১৯ ক্রিকেট লীগের খেলায় আজ পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করেছিল বানারহাট তরুণ সংঘ ক্রিকেট একাডেমী এবং জলপাইগুড়ির কিশোর মিলন সংঘ। প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জলপাইগুড়ি কিশোর মিলন সংঘ। সেই মোতাবেক জলপাইগুড়ি কিশোর মিলন সংঘ ব্যাট করে ৩৮.২ ওভারে সব উইকেটের বিনিময়ে ১৫৫ রান করে। জলপাইগুড়ি কিশোর মিলন সংঘের হয়ে উল্লেখযোগ্য রান করে জয় দত্ত (৪০)। বানারহাট তরুণ সংঘ ক্রিকেট অ্যাকাডেমীর হয়ে ভাল বল করে শীর্ষেন্দু বক্সী (৪ উইকেট) এবং রোহণ ডেওকোটা (৩ উইকেট)। এরপর ১৫৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে মাঠে নামে বানারহাট তরুণ সংঘ ক্রিকেট অ্যাকাডেমী। তারা ৩২.১ ওভারেই ৫ উইকেট হাড়িয়ে জয়ের জন্যে রান তুলে নিতে সক্ষম হয়। বানারহাট তরুণ সংঘ ক্রিকেট একাডেমীর হয়ে খুব ভালো ব্যাট করে ৬০ রান করেন মানস রায় ৬০ রান করে। জলপাইগুড়ি কিশোর মিলন সংঘ ক্লাবের হয়ে ২টি করে উইকেট দখল করে অজয় রায়। যথারীতি আজ বানারহাট তরুণ সংঘ ক্রিকেট একাডেমী আজকের খেলায় ৫ উইকেটে জয়লাভ করে।
ছবি: প্রনব দাস (টি.এন.আই)