দুরন্ত খেলে শিলিগুড়ির ঐতিহ্যপূর্ণ অগ্রগামী কে ৪ উইকেটে হারালো জলপাইগুড়ির বর্ধন প্রাঙ্গণ
প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২৯শে ডিসেম্বর, ২০১৮: ২৮তম শিলিগুড়ি বাবলাতলা ক্রিকেট টুর্নামেন্ট শিলিগুড়ির কলেজ মাঠে আজকের খেলায় পরস্পর মুখোমুখি হয় শিলিগুড়ির অগ্রগামী সংঘ এবং জলপাইগুড়ি বর্ধন প্রাঙ্গণ ক্লাব। প্রথমে টসে জিতে শিলিগুড়ি অগ্রগামী সংঘ ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সেই মোতাবেক শিলিগুড়ি অগ্রগামী সংঘ ব্যাট করে নির্ধারিত ৩৫ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৩৮ রান করে। শিলিগুড়ি অগ্রগামী সংঘের হয়ে উল্লেখযোগ্য রান করে শাহবাজ আনওয়ার (৯১) এবং রুপম দাস (৫২)। জলপাইগুড়ি বর্ধন প্রাঙ্গণ ক্লাবের হয়ে ভাল বল করে মহঃ খালেদ। সে টিমের হয়ে ২টি উইকেট দখল করে। এরপর ২৩৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে মাঠে নামে জলপাইগুড়ি বর্ধন প্রাঙ্গণ ক্লাব। দুর্দান্ত ক্রিকেটিও পেশাদারিত্ব দেখিয়ে জলপাইগুড়ির এই ক্লাব মাত্র ৩১.১ ওভারে ৬ উইকেট হারিয়ে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছে এবং চূর্ণ করে শিলিগুড়ি অগ্রগামী সংঘের যাবতীয় ক্রিকেটিও স্ট্রাটিজি। জলপাইগুড়ি বর্ধন প্রাঙ্গণ ক্লাবের হয়ে অসাধারন খেলে দেবী প্রসাদ (৯২) এবং কঙ্কন দাস (৬২)। শিলিগুড়ি অগ্রগামী সংঘের হয়ে ৩টি উইকেট দখল করে হরিন্দর গিল। যথারীতি জলপাইগুড়ি বর্ধন প্রাঙ্গণ ক্লাব ৪ উইকেটে জয়লাভ করে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে যায়।
ছবি: প্রনব দাস (টি.এন.আই)