ফালাকাটার ধোনিরামপুরে গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন কে কেন্দ্র করে ধুমধুমার কান্ড

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ৮ই সেপ্টেম্বর, ২০১৮: ফালাকাটা ব্লকের ধোনিরামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন কে কেন্দ্র করে উত্তেজনা ছাড়াল এলাকাজুড়ে। গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন কে কেন্দ্র করে ফালাকাটা ব্লকের জয়েন্ট বিডিও সহ চার জন জখম হয়েছেন। তাদের প্রত্যেককে ফালাকাটা গ্রামীণ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়েছে। এরপর তারা ফালাকাটা থানায় গিয়ে অভিযোগ জানায় তাদের সরকারি গাড়ির উপর হামলা করে ও সরকারী গাড়ি ভাংচুর করে, ফাইল ছিনতাইকরে, অপহরনের চেষ্টা করে, কতব্যরত সরকারী কমী’দের মারধর প্রভৃতি নন বেলেবল সেকসন দেওয়া হয়েছে এফ.আই.আর এ। ফালাকাটার বিডিও সুপ্রতিম মজুমদার জানান, বোর্ড গঠন পক্রিয়া সম্পন্ন করার জন্য জয়েন্ট বিডিও টিডি ভূটিয়া, সহকারী কর্মী সুমন ঝা, বিপ্লব মক্তান, প্রদীপ দত্ত আহত হয়। জটেশ্বররের কলি ব্রিজের কাছে প্রায় শতাধিক অজ্ঞাত পরিচয়ের শতাধিক দুষ্কৃতিকারী আচমকা হামলা করে তাদের অপহরণের চেষ্টা করে। গাড়ির পাথর ইট এর ঢিল ছোড়ে তাতে গাড়ির কাঁচ ভেঙ্গে ও গায়ে ঢিল লেগে আহত হয় চারজন সরকারি কর্মী। এবিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আপাতত ধোনিরামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন পক্রিয়া স্থগিত করা হয়েছে পরবর্তীতে সময় ও তারিখ জানান হবে। ধোনিরামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৪ টি এর মধ্যে বিজেপি জিতেছে ৯ টি আসনে ও তৃণমূল জিতেছে ৫ টি আসনে। গত মাসেই এই ধোনিরামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হওয়ার কথাছিল কিন্তু নিরাপত্তার জন্য পিছিয়ে দেওয়া হলেও সেই দিনও গন্ডগোলের জন্য আপাতত স্থগিত রাখা হয়েছে। এদিনের বোর্ড গঠন নিতে গ্রামবাসীরা উপস্তিত ছিলেন, প্রিসাইডিং অফিসার সহ কর্মীরা আক্রান্ত হবার কারণে বোর্ড গঠন পক্রিয়া স্থগিত হলে পঞ্চায়েত সদস্যরা বেরিয়ে এলে তাদের উদ্যেশ্য করে কর্মীসমর্থক বক্তব্য আজ প্রধান করতে হবে। নইলে অফিস কোনদিন খুলতে দেবনা। এনিয়ে বিতর্ক বাধে। গ্রামবাসীদের উপর পাথর ইটের ঢিল পরে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে ও কাদানী গ্যাস ছোড়ে। এর পর পরিস্থিতি সাভাবিক হয়।

ভিডিওঃ অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!